গোপালগঞ্জে সূর্যমূখী প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি এবং ভোজ্য তেলের আমদানী কমানোর লক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়ায় সূর্যমূখী প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (০২ এপ্রিল) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ দেবাশীষ দাস।

সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর চাঁদ মৃধা খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপ সহকারী কৃষি কর্মকর্তা বিজন বিহারী দত্ত, রমেন্দ্র নাথ হালদার, স্বপন মহালদার, মনি হালদার, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃত্তিবাস পান্ডে বক্তব্য রাখেন। অনুষ্ঠিত এ প্রদর্শনী ও আলোচনা সভায় উপজেলার দুইশত কৃষক-কৃষানী অংশ নেন।

চলতি মৌসুমে কোটালীপাড়া উপজেলায় প্রায় ১৫ হেক্টর জমিতে সূর্যমূখী ফুলের আবাদ করা হয়েছে। যার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৫ টন। #

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *