মহিউদ্দীন চৌধুরী, ষ্টাফ রিপোর্টারঃ
পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন গ্রামে মানবিক সংগঠন নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। রবিবার বিকেলে নাইখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে এ ইফতার সামগ্রী বিতরন করেন। এতে প্রধান অতিথি ছিলেন নজির আহমেদ ফাউন্ডেশনের মুখ্যসচিব ইউছুফ খাঁন। এতে বক্তব্য রাখেন- ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম, সাবেক ইউপি মেম্বার আবদুর রাজ্জাক রানা, ছাত্রলীগ নেতা মোহাম্মদ মারুফ।
বক্তারা বলেন, নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবনের পক্ষে দীর্ঘদিন পটিয়াতে মানবিক কাজ পরিচালিত হচ্ছে। চলমান কর্মসুচীর অংশ হিসেবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ইফতার সামগ্রী বিতরন চলছে৷

Leave a Reply