এস আল-আমিন খাঁন পটুয়াখালী।
পবিত্র মাহে রমজান উপলক্ষে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের আয়োজনে বুধবার (২৯ মার্চ) সন্ধ্যায় শহরের সুনামধন্য মল্লিকা রেস্তোরাঁ পার্টি সেন্টারে ইফতার ও মাহফিলের আয়োজন করা হয়।
এসময় মুসলিম উম্মাহর সফলতা কামনায় দেশ ও জাতির কল্যানে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন পটুয়াখালীর বড় জামে মসজিদের খতিব মাওলানা আবু সাঈদ ও মুসলিম পাড়া জামে মসজিদের খতিব আবদুল কাদের।
পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোঃ আব্দুস সালাম আরিফের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শরিফুল ইসলাম, জেলা পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম,জেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ, সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সরওয়ার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল, জেলা বিএনপির সদস্য অ্যাড. মজিবুর রহমান টোটন, সদর উপজেলা নির্বাহী অফিসার সাইদুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান, জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারন সম্পাদক আরিফুর রহমান। এছাড়াও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, জেলা উপজেলা শিক্ষা, এলজিইডি, সড়ক জনপথ, গণপূর্ত, ভোক্তা অধিকার, সমাজসেবা, জেলা আনছার, জেলা কারাগার, জেলা আাইনজীবি সহ সরকারি বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা, গন্যামান্য ব্যক্তিবর্গ এবং জেলা উপজেলার রাজনৈতিক নেতাকর্মী সদস্যবৃন্দ প্রমুখ।
এছাড়া ইফতার মাহফিলে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সহ সভাপতি কাইয়ুম উদ্দিন জুয়েল, যুগ্ন-সাধারন সম্পাদক শাহাদাত হোসেন, যুগ্ম-সাধারন সম্পাদক এম,কে রানা, কোষাদক্ষ মহিব্বুল্লাহ্ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জলিলুর রহমান সোহেল, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো মাকসুদুর রহমান, প্রচার সম্পাদক বাদল হোসেন, ক্রীড়া সম্পাদক এম নাজিম উদ্দীন, হেলাল উদ্দিন রিপন, কার্যনির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান, কার্যনির্বাহী এস আল-আমিন খাঁন, কার্যনির্বাহী আব্দুল আলিম খাঁন সহ পটুয়াখালী জেলা প্রেসক্লাবের ৬৫ জন সদস্য এবং উপজেলা প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, রিপোর্টার ক্লাব সহ অন্যান্য সাংবাদিক সংগঠনের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ অতিথি হিসেবে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।

Leave a Reply