বিরামপুরে মাদক সেবন, চুরি ও জুয়া খেলার অপরাধে ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক সেবন, চুরির চেষ্টা ও জুয়া খেলার অপরাধে আট জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে গ্রেপ্তারকৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার।

সোমবার ও মঙ্গলবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত। তিনি আরও বলেন, দণ্ডিতদের মঙ্গলবার দুপুরে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার জোতবানি ইউপি’র কেটরাহাট এলাকার হাবিবুর রহমানের ছেলে গোলাম মোর্শেদ (২৫), দিওড় ইউপি’র কানিকাঠাল গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে আতাউর রহমান (৫০), পৌর শহরের পূর্ব জগন্নাথপুর এলাকার আইয়ুব আলীর ছেলে তুহিন বাবু (২০), কলোনীপাড়া এলাকার মৃত মিজানুর রহমানের ছেলে মাহাবুব রহমান (১৮), কাজীপাড়া মহল্লার বিপ্লব রায়ের স্ত্রী মুন্নি রায় (৪৫), একই এলাকার সোবহান আলীর ছেলে এরশাদ (৫৭) এবং কৃষ্টচাঁদপুর মহল্লার দবিরুল ইসলামের ছেলে জুয়েল (৩৪) ও একই এলাকার মৃত মনতেজ আলীর ছেলে মাহতাব আলী (৫০)।

মো. জাকিরুল ইসলাম জাকির
বিরামপুর, দিনাজপুর।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *