উজিপুরে পাগলীটাও মা হয়েছে, বাচ্চার বাবা হয়নি কেউ

মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর উপজেলা প্রতিনিধি।

পাগলী মা হয়েছেন। খবর পেয়ে সবাই দেখতে এসেছেন মা ও বাচ্চা শিশুকে।ফুটফুটে শিশুর মায়াবী মুখ দেখে সবারই মমতায় আগলে রাখার ইচ্ছে। কিন্তু কেউ আর শিশুটির বাবার পরিচয় দেননি।ঘটনাটি ঘটেছে ২৭শে মার্চ সোমবার রাত পোনে এগারোটার দিকে বরিশালের উজিরপুরের ইচলাদী টোল প্লাজার পার্শের বালুর মাঠে। শিশুর কান্নার শব্দে স্থানীয়রা পাগলীর কাছে গেলে দেখে সদ্য পৃথিবীর আলো ফোটা এক ফুটফুটে পুত্র সন্তান,মানুষের ভীর ও বাড়তে থাকে।

এলাকাবাসী ও উজিরপুর পৌরসভার মহিলা কাউন্সিলর আখি বেগম তৎখানিক শিশুটিকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শিশুটির পাগলী মা কে চিকিৎসার জন্য পরবর্তীতে খুজতে গেলে খুজে পাওয়া যায়নি।শিশুটি বর্তমানে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *