January 15, 2025, 9:26 am
এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা॥ বানারীপাড়ায় উত্তরপার আশ্রয়ন প্রকল্পের ঘর দেওয়ার কথা বলে সাতটি পরিবারের কাছ থেকে প্রায় তিন লাখ টাকা হাতিয়েছে রতন নামে এক প্রতারক।
জানাগেছে, উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বেতাল গ্রামের জাহানারা বেগম নামের এক অসহায় গৃহিনীর কাছ থেকে কয়েক মাস আগে বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রাজ্জাকপুর গ্রামের মৃত জব্বার মোল্লার ছেলে প্রতারক রতন মোল্লা আবাসন প্রকল্পের ঘর দেয়ার কথা বলে নগদ ১লাখ ৬৫ হাজার টাকা হাতিয়ে নেয়।
গত ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বানারীপাড়ায় ভিডিওটি কন্ফারেন্সে যুক্ত হয়ে পৌরসভার ১নং ওয়ার্ডে জমিসহ ৮৭টি সেমি পাকা ঘরসহ মোট ১৪২টি ঘর হস্তান্তরের শুভ উদ্বোধন করেন। এর দুইদিন আগে থেকেই রতন তার ব্যবহৃত মুঠোফোন বন্ধ করে দেয়।
ঘরগুলো হস্তান্তরের পরে প্রতারণার বিষয়টি ধরা পরে ভুক্তভোগী জাহানারা বেগমের কাছে এ বিষয়ে জাহানারার জামাতা বন্দর বাজারের সেলুন ব্যবসায়ী মো. শাহিন জানান, তার শাশুড়ি প্রথমে টাকা দিতে রাজি না হওয়ায় প্রতারক রতন ইউএনও সাজিয়ে একজন ভদ্র মহিলার সাথে কথা বলিয়ে দেয়। তবে ওই নারী ছিলো প্রতারক রতনের পরিচিত। সে ইউএনও সেজে মূলত তার শাশুড়ির সাথে কথা বলেছে।
এ বিষয়ে জাহানারা বেগম ২২মার্চ বুধবার বাদী হয়ে রতনের বিরুদ্ধে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে প্রতারক রতন উপজেলার বাইশারী ইউনিয়নের নাজিরপুর গ্রামের দিনমজুর মো. ইমরান হোসেনের স্ত্রী তানজিলা খানমের কাছ থেকে নগদ ১৫ হাজার, উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের খেজুরবাড়ি আবাসনের শুক্কুর নামে এক রিক্সা চালকের কাছ থেকে নগদ ১ লাখ টাকা সুমি নামের গৃহহীনের কাছ থেকে ৩৫ হাজার টাকা। হাতিয়ে নিয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী জানান, বিষয়টি শুনেছি, এ ব্যপারে আইনগত ব্যবস্থা নেব। বানারীপাড়া থানার ওসি এসএম মাসুদ আলম চৌধুরী জানান, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#