“মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩” উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও অনুষ্ঠানের উদ্বোধন

অদ্য রবিবার (২৬ মার্চ/২০২৩) “মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩” উদযাপন উপলক্ষে সকাল ০৮ঃ০০ ঘটিকায়, নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে (বড় মাঠ) জেলা প্রশাসন নীলফামারীর আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও কুচকাওয়াজে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন জনাব পঙ্কজ ঘোষ, জেলা প্রশাসক, নীলফামারী ও জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, পুলিশ সুপার, নীলফামারী মহোদয়। এরপর সকল বীর মুক্তিযোদ্ধাগনকে ফুল দিয়ে বরণ করে নেন অতিথিবৃন্দ। অত:পর অতিথিগন বেলুন এবং পায়রা অবমুক্তকরণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। পরবর্তীতে জেলা পুলিশ নীলফামারী দল, আনসার ও ভিডিপি দল, জেলা কারারক্ষী দল, বিএনসিসি দল ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স দলের সমন্বয়ে একটি সুশৃংখল কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ সময় কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন জেলা প্রশাসক নীলফামারী ও পুলিশ সুপার নীলফামারী মহোদয়।

এরপর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শিত হয় এবং বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব ডাঃ শতরূপা ঘোষ,সভানেত্রী, লেডিস ক্লাব ও জেলা মহিলা ক্রীড়া সংস্থা নীলফামারী; জনাব মৌসুমী ওয়াদুদ চাঁদনী,সভানেত্রী,
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), নীলফামারী; জনাব ডা. মোঃ হাসিবুর রহমান, সিভিল সার্জন, নীলফামারী; জনাব দেওয়ান কামাল আহমেদ, মেয়র, নীলফামারী পৌরসভা; বীর মুক্তিযোদ্ধা জনাব জয়নাল আবেদীন, সাবেক চেয়ারম্যান, জেলা পরিষদ, নীলফামারী; বীর মুক্তিযোদ্ধা জনাব এ.কে.এম. আমিনুল ইসলাম, সাবেক উপ-সচিব; বীর মুক্তিযোদ্ধা জনাব কান্তি ভূষণ কুন্ডু, সাবেক ডেপুটি কমান্ডার, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, জনাব মোঃ আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নীলফামারী; জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), নীলফামারী; জনাব মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার, সৈয়দপুর সার্কেল, নীলফামারী; জনাব শাহিদ মাহমুদ, উপজেলা চেয়ারম্যান, নীলফামারী উপজেলা, বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ শহীদ গোলাম কিবরিয়া; জনাব মোঃ আবুজার রহমান, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, নীলফামারী সদর উপজেলা শাখা; জনাব মসফিকুল ইসলাম রিন্টু, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, নীলফামারী পৌর শাখা; জনাব ওয়াদুদ রহমান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, নীলফামারী সদর উপজেলা শাখা; বীর মুক্তিযোদ্ধাগণ, সামাজিক-রাজনৈতিক ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষার্থীসহ সর্বস্তরের জনসাধারণ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *