সুজানগরে জাতীয় গণহত্যা দিবস পালিত

এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগরে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় গণহত্যা দিবস-২০২৩ পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি পালন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদার স ালনায় গণহত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। অন্যদের মাঝে বক্তব্য দেন এন এ কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আবুল হাশেম ও শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী। অনুষ্ঠানে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডাঃ কানিস ফারজানা , থানার এসআই মনসুর রহমান, উপজেলা আ.লীগ নেতা শ্রী সুবোধ কুমার নটো, রাজা হাসান, সরদার আব্দুর রউফ, কুতুব উদ্দিন, পৌর আ.লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে আলোচনা সভার শুরুতে ১ মিনিট নীরবতা পালন এবং আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ জামে মসজিদে ৭১-এর ২৫ মার্চ গণহত্যায় বীর শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মাওলানা আরিফ বিল্লাহ।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *