January 15, 2025, 8:31 am
মোঃ মনিরুল ইসলাম, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গণহত্যা দিবস পালিত হয়েছে।
আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন এর সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) মিথিলা দাস, থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান, স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচও ডাঃ সুলতানা পাপিয়া, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান, বীরমুক্তিযোদ্ধা মতিউর রহমান, কৃষি অফিসার বুলবুল আহম্মেদ।
এছাড়াও বিভিন্ন দফতরের কর্মকর্তা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ।
বক্তারা ২৫মার্চ রাতে যারা শহীদ হয়েছেন ও মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন সকলের আত্মার মাগফেরাত কামনা করেন।