January 15, 2025, 1:07 pm
মোঃ আবদুল্লাহ কাদের মালদ্বীপ থেকে ঃ- মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনার কর্তৃক যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গনহত্যা দিবস ২০২৩ পালন করা হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মান্যবর হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মাওলানা তাজুল ইসলাম। অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী ও মহামান্য রাষ্ট্রপতি প্রদত্ত বাণী পাঠ করেন যথাক্রমে মিজ শিরিন ফারজানা ও চন্দন কুমার সাহা।
প্রধান অতিথি মান্যবর হাইকমিশনার তাঁর বক্তব্যে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও গনহত্যায় নিহত শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন একদিন এই নারকীয় হত্যাকাণ্ডের আন্তর্জাতিক স্বীকৃতি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। তিনি প্রবাসী বাংলাদেশীদের স্বাধীনতার চেতনা ধারন করে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী ২০৪১ সালে উন্নত স্মার্ট বাংলাদেশ ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার জন্য একযোগে কাজ করার জন্য অনুরোধ জানান। অতঃপর গনহত্যা বিষয়ক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সবশেষে ২৫ মার্চ ১৯৭১ সালে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে ও দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানে হাইকমিশনের সকল কর্মকর্তা-কর্মচারীগন ও উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশীবৃন্দ অংশগ্রহণ করেন।