মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মিরকাদিম পৌর আওয়ামী লীগ সভাপতি, সাবেক মেয়র শহিদুল ইসলাম শাহীন এর সুস্থতা কামনায় মিরকাদিম পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমুহের আয়োজনে মিরকাদিম পৌর আওয়ামী লীগ কার্যালয়ে কোরানখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মিরকাদিম পৌর আওয়ামী লীগ সহসভাপতি আব্দুল বাতেন সেনটুর সভাপতিত্বে সাধারন সম্পাদক মোঃ নাসির উদ্দিন এর সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ আরও উপস্থিত থাকেন শহিদুল ইসলাম শাহীন এর শ্বশুর হাজি বসির আহাম্মেদ, পৌর আওয়ামী লীগ নেতা মাসুদ ফকরি খোকন,
পৌর আওয়ামী লীগ যুগ্ম সাধারন সম্পাদক আনিস আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক ডাঃ নজরুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক হেদায়েত উল্লাহ রনি, সাবেক কাউন্সিলার ০৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল মজিদ,
০৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বাদল রহমান প্রমুখ। দিনব্যাপী কোরানখানি করার পর দোয়া মাহফিলে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন শহিদুল ইসলাম শাহীন এর সুস্থতা কামনায় দোয়া করা হয়।

Leave a Reply