January 2, 2025, 9:13 pm
প্রেস বিজ্ঞপ্তিঃ
১৫ই আগস্ট জাতীয় শোক দিবস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করা হয়েছিল। তাই এদিনটি স্মরণে রাখতে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে রয়েছ ১ আগষ্ট ২০২২ সোমবার সকাল ১০টায় কালো ব্যাচ ধারণ,৫ আগষ্ট, ২০২২ শুক্রবার শহীদ শেখ কামালের জন্মদিনে টাউন হলে সকাল ১০টায় দোয়া মাহফিল, ৮ আগষ্ট, ২০২২ সোমবার বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিনে সকাল ১০টায় টাউন হলে দোয়া মাহফিল,
১৫ আগষ্ট ২০২২, সোমবার সকাল ৯টায় টাউন হলে জাতীয় পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। এছাড়া শোকের দিন সকাল সাড়ে নয়টায় খাবার বিতরন ও বাদ যোহর সকল মসজিদে দোয়া মাহফিল, বিভিন্ন উপাসনালয়ে বিশেষ প্রার্থনা,১৭ আগষ্ট ২০২২ বুধবার, সিরিজ বোমা হামলা দিবসে সকাল ১১টায় টাউনহলে আলোচনা সভা, ২১ আগষ্ট ২০২২ রবিবার, গ্রেনেড হামলা দিবসে বিকাল চারটায় টাউন হলে আলোচনা সভা, এ সকল কর্মসূচী সফল করার লক্ষ্যে আওয়ামী লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার বিশেষভাবে আহবান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এডভোকেট মোঃ জহিরুল হক খোকা ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ মোয়াজ্জেম হোসেন বাবুল। জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মোঃ আবু সাঈদ দীন ইসলাম ফখরুল এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।