কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুরের আড়ুয়া গ্রামের বাসিন্দা কাটাখালি বাজারের চা বিক্রেতা জিল্লুর রহমান(২৩) নিখোজের একদিন পর ২২ মার্চ বিকেলে তার লাশ একটি বাঁশ ঝাড়ের পার্শ্বের ডোবা থেকে পুলিশ উদ্বার করেছে।
থানার এস আই লিখন কুমার সরকার সাংবাদিকদের জানান লাশের গায়ে থাকা গেঞ্জি খুলে ফাঁস লাগিয়ে তাকে শ্বাস রোধ করে হত্যা করা হতে পারে।
থানা ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের মৃত ওয়াজেদ আলি মোড়লের ছেলে জিল্লুর রহমান(২৩) অন্যান্য দিনের মত ২১ মার্চ ও চায়ের দোকান দিয়ে চা বিক্রি করেছেন। রাত ৯টার দিকে দোকানে তাকে আর পাওয়া যায়নি।তার পরীবার জানায় নিহত জিল্লুর রহমানের মোবাইল ফোনে ফোন দিয়ে ও পাওয়া না যাওয়ায় তাকে রাত থেকে নিকট জনরা খুজতে থাকে। অবশেষে নিখোজের পর দিন ২২ মার্চ বিকেলে তার লাশ আড়ুয়া গ্রামের একটি বাঁশ ঝাড়ের পার্শ্বের ডোবা থেকে পুলিশ উদ্বার করে।
এরিপোর্ট লেখার সময় সন্ধা সাড়ে ৭ টার দিকে থানায় মামলার প্রস্তুতি চলছিলো বলে থানার কর্তব্য রত অফিসার জানান। কি কারনে কারা তাকে হত্যা করেছে সেটা এখনো পুলিশের নিকট অজ্ঞাত রয়েছে বলে থানা সূত্র জানায়।

Leave a Reply