January 15, 2025, 10:53 am
নেছারাবাদ উপজেলা প্রতিনিধি //
পিরোজপুরের নেছারাবাদ উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করা হলো।আশ্রয়ণ- ২ প্রকল্পের আওতায় সকল ভূমিহীনও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান চলমান কার্যক্রমের অংশ হিসেবে ৪র্থ ধাপে উপজেলায় একশত টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ‘ক শ্রেণীর’ জমি সহ গৃহ হস্তান্তর করা হয়েছে।
আজ বুধবার (২২ মার্চ) মুক্তি যোদ্ধা কমপ্লেক্স অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. মাহবুব উল্লাহ মজুমদার।
সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী যুক্ত হয়ে সারাদেশে এ কার্যক্রমের উদ্ভোধন করেন। পরে নেছারাবাদ উপজেলায় একশটি ভূমিহীন পরিবারের কাছে সনদপত্র ও দলিল সহ হস্তান্তর করা হয়। এর মধ্য দিয়ে নেছারাবাদ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হলো। এর পূর্বে ৩টি ধাপে এই উপজেলায় ৪৯৭ টি পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর করা হয়েছিলো।
কৃষি অফিসার চপল কৃষ্ণ নাথ এর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, সহকারী কমিশনার (ভূমি) তাপস পাল, ওসি মো. জাফর আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সৈয়দ সহিদ উল আহসান, সাধারণ সম্পাদক এস এম মুইদুল ইসলাম মুহিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রনী দত্ত, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী সাখাওয়াত হোসন, স্বরূপকাঠি প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানস কুমার দাস,শশাঙ্ক রঞ্জন সমদ্দার প্রমুখ।উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।