আরও ২০১ পরিবার পাচ্ছে মাথাগোঁজার ঠাঁই অপেক্ষা শুধু উদ্বোধনের

অমল তালুকদার, পাথরঘাটা(বরগুনা)থেকেঃ আজ
বুধবার (২২ মার্চ) আরও ২০১ জন দরিদ্র ভূমিহীনের হাতে চাবি তুলে দেয়ার মধ্যদিয়ে হস্তান্তর করা হবে আশ্রয়ন প্রকল্পের জমিসহ পাকাঘর উপহারের প্রকৃিয়ার আর একটি ধাপ। এর আগে পাথরঘাটায় ৩১১ জনকে প্রধানমন্ত্রীর উপহার এই জমিসহ পাকাঘর উপহার দেয়া হয়। এখনো ৩৩০টি ঘরের কাজ চলমান রয়েছে বলে জানান পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার।

আগে থেকেই নির্ধারিত ২২মার্চ বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত স্বপ্নের নীড় রঙীন ঘরগুলো হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন খবরে উজ্জীবিত উপকূলীয় উপজেলা পাথরঘাটার গৃহহীন, ভূমিহীন পরিবারের সদস্যরা।

উদ্বোধনের সঙ্গে সঙ্গেই পাথরঘাটায় ২০১ জনের হাতে চাবি তুলে দেয়া হবে। এই ধাপে উপজেলার হোগলাপাশা, পূর্ব হাতেমপুর কাজী বাড়ি, মাছের খাল, মুন্সীরহাট,বাদুরতলার ২০১ পরিবারকে স্থায়ী পুনর্বাসন করা হবে। এর আগেও একই উপায়ে ৩১১ পরিবারকে ঘর দেয়া হয়। এছাড়াও ৩৩০টি ঘরের কাজ চলমান রয়েছে ।

বিষয়টি প্রসঙ্গে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার বলেন, প্রধানমন্ত্রীর দেয়া নির্দেশনা মেনে যথাযথ ভাবে ঘরগুলোর নির্মান কাজ সম্পন্ন করেছি। এখন শুধু বাকি মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন । এরপর ২০১ জনের হাতে জমি ও বাড়ির সকল কাগজপত্র বুঝিয়ে দেয়া হবে।

মিঃ সুফল চন্দ্র আরও বলেন, এর আগের ধাপে ৩১১ জনকে পুনর্বাসন করা হয়েছে। বাকি ৩৩০টি ঘরের কাজ এগিয়ে চলছে। দ্রুত কাজ সম্পন্ন করতে পারবো বলে আমরা আশা করছি । এপর্যায়ে কাজ শেষ‌ হলে প্রকল্প-২ এর আওতায় পাথরঘাটায় ৮৪২ ভূমিহীন পরিবারকে পুনর্বাসিত করা হবে।

এদিকে ঘর ও জমির মালিকদের সঙ্গে কথা বলে জানাগেছে, তারা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মহতি কর্মের জন্য চির কৃতজ্ঞ।

বিষয়টি প্রসঙ্গে পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির বলেন,শুধু দক্ষিণ উপকূলীয় জনপদের অভাবী মানুষের কল্যাণেই কেবল নয়; মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের দরিদ্র মানুষের কথা মাথায় রেখে এমন একটি প্রকল্প হাতে নিয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *