January 15, 2025, 2:39 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
সুজানগরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার  সমাপনী ও পুরস্কার বিতরণী মানুষকে গু-লি করে হ-ত্যা ৬ লা-শ পো-ড়ানো মামলার ভুয়া বাদী জলিল ও সায়েব আলী পলাতক রংপুর মহানগরীতে বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে পচিঁশ হাজার টাকা জরিমানা হাই কোর্টের নির্দেশ মানছে না ইটভাটার মালিক ও মাটি ব্যবসায়ীরা,পরিবেশ দূষণ-প্রশাসন নিরব পাইকগাছা আইনজীবী সমিতির ২০২৫ সালের বাজেট অনুষ্ঠান পাইকগাছায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা’ র উদ্বোধন খুবি উপাচার্যের বিশ্ববিদ্যালয় অধিভুক্ত পাইকগাছা কৃষি কলেজ পরিদর্শন নড়াইলে টমেটো চাষ করে দিন বদলের স্বপ্ন দেখছেন কৃষক ঝিনাইদহের কোটচাঁদপুরে এক ব্যক্তিকে কু-পিয়ে ও পিটিয়ে হ-ত্যা নলছিটিতে তারুণ্যের উৎসব,অনুর্ধ ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ত্রিশালে জনস্বার্থে রাস্তা নির্মাণ করলেন ইউপি চেয়ারম্যান,পিআইও’র পরিদর্শন

ত্রিশালে জনস্বার্থে রাস্তা নির্মাণ করলেন ইউপি চেয়ারম্যান,পিআইও’র পরিদর্শন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নে জনদুর্ভোগ নিরসনে কাবিখা প্রকল্পের আওতায়
জনস্বার্থে দুর্গাপুর শ‌ওকতের বাড়ী হইতে দুর্গাপুর রুহুল মেকারের বাড়ী হ‌ইয়া পোড়াবাড়ী ত্রিশাল মেইন রোড পর্যন্ত ইউনিয়নের দুর্গাপুর একমাত্র চলাচলের অনুপযোগী ও দীর্ঘদিনের বেহাল দশার রাস্তাটির সংস্কার করে দিলেন উপজেলার মঠবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মো.আব্দুল কদ্দুস মন্ডল। রাস্তাটি হওয়াতে ইউনিয়নের দুর্গাপুর গ্রাম হতে পোড়াবাড়ি বাজার ও ত্রিশাল শহরে যাতায়াতে দুর্গাপুর গ্রামবাসীর সমস্যার নিরসন হলো বলে জানিয়েছেন স্থানীয়রা। দীর্ঘদিন যাবৎ এই একটি রাস্তার জন্য দুর্ভোগ থাকায় এর আগে যারা চেয়ারম্যান মেম্বার ছিলেন গ্রামবাসী তাদের কাছে ঘুরলেও কেউ এগিয়ে আসেনি।অবশেষে মানবিক চেয়ারম্যান আব্দুল কদ্দুস মন্ডল তাদের এই সমস্যা সমাধান করলেন। চলাচল অনুপযোগী নাজুক এই রাস্তাটি দিয়ে শত শত মানুষের চলাফেরার ভোগান্তি হচ্ছিল। তিনি রাস্তাটি পরিদর্শনে গিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে প্রায় ২০লক্ষ টাকা ব্যায়ে রাস্তাটি সংস্কার করে দেন।

স্থানীয় জনসাধারণের সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়লে ইউপি চেয়ারম্যান আব্দুল কদ্দুস মন্ডল একজন ভালো মানুষ বলেই রাস্তাটি দেখে উদ্যোগ নিয়ে সংস্কার করে দিয়েছেন- তার প্রতি আমরা কৃতজ্ঞ। অনেকে চেয়ারম্যানকে ধন্যবাদ জানান।

স্থানীয় একজন জানান-দৈনন্দিন প্রয়োজনে প্রতিদিন দুর্গাপুর থেকে পোড়াবাড়ী বাজারে যাতায়াত করতে হয়। পোড়াবাড়ী মেইন রোড হতে দুর্গাপুর গ্রাম পর্যন্ত রাস্তায় কাদাা ও ভাংচুর,চলাচলের অনুপযোগী থাকার কারণে খুব র্দুভোগ পোহাতে হতো, রাস্তার সংস্কার কাজ করা দেখে খুব ভালো লেগেছে। আমি দুর্গাপুর গ্রামবাসীর পক্ষে থেকে ইউপি চেয়ারম্যান আব্দুল কদ্দুস মন্ডলকে ধন্যবাদ জানাই।

ইউপি চেয়ারম্যান আব্দুল কদ্দুস মন্ডল বলেন,
দুর্গাপুর শ‌ওকতের বাড়ী হইতে দুর্গাপুর রুহুল মেকারের বাড়ী হ‌ইয়া পোড়াবাড়ী ত্রিশাল মেইন রোড পর্যন্ত
রাস্তাটি বেহাল দশা হয়েছিল মানুষ চলাফেরা করতে পারছিল না,মানুষ ঘর থেকে বেড় হয়ে হাট-বাজারেও যেতে পারেনা,তাই আমি বেকু দিয়ে মাটি কেটে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেই।

এদিকে ২১শে মার্চ মঙ্গলবার রাস্তাটির উন্নয়ন কাজ পরিদর্শন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি উক্ত রাস্তার উন্নয়ন কাজ সহ ইউনিয়নের আরো বেশ কয়েকটি প্রকল্পের স্বচ্ছতা যাচাই বাছাইযে পরিদর্শন করেন। পরে বিকালে ইউনিয়ন পরিষদে গিয়ে ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের সাথে ইউনিয়নের উন্নয়নে স্বচ্ছতার সহিত কাজ করার আহবান জানান। ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে মতবিনিময়ে ইউনিয়নের সকল মেম্বারদের পরিষদে দেখে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কদ্দুস মন্ডলের প্রশংসা করে বলেন সকল মেম্বার কে একসাথে কোন ইউনিয়নে সাধারণত পাওয়া যায়না, যা মঠবাড়ী ইউনিয়নে পেয়েছি। তিনি বলেন সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে ইউনিয়নের উন্নয়ন আগামী দিনে আরো এগিয়ে নিতে সুবিধা হবে। এসময় তিনি মঠবাড়ীর উন্নয়নে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ । তার বক্তব্যে মঠবাড়ী ইউনিয়নে সর্বাধিক উন্নয়ন কর্মকাণ্ড বরাদ্দ দেওয়ারও আশ্বাস প্রদান করেন। এসময় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ত্রিশাল উপজেলা প্রকৌশলী বোরহান উদ্দীন,অফিস সহকারী আব্দুল কাইয়ুম, কার্য সহকারী ইলিয়াস উদ্দীনসহ সকল ওয়ার্ডের মেম্বারগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD