January 15, 2025, 4:33 am
পাইকগাছা(খুলনা)প্রতিনিধি।।
পাইকগাছায় বিশ্ব কবিতা দিবস পালিত হয়েছে। ২১ মার্চ বিশ্ব কবিতা দিবস উপলক্ষ্যে কবিতা রুখবেই গুজব এবং অসঙ্গতি এই শ্লোগানে মঙ্গলবার সকাল ১১টায় নতুন বাজারস্থ সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের কার্যালয়ে কবিতা দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লেখক ও কবি লুৎফর রহমান। বক্তব্য রাখেন, কবি রোজি সিদ্দিকী, ঐশী আক্তার লিমা, হাসনা খাতুন সুমাইয়া, রাবেয়া আক্তার মলি, গৌতম ভদ্র প্রমুখ। মানুষ যতদিন স্বপ্ন দেখবে,ততদিন বেচে থাকবে কবিতা- এই বিশ্বাসে
কবিতা পাঠের মধ্য দিয়ে বিশ্ব কবিতা দিবসের অনুষ্ঠান শেষ হয়।
ইমদাদুল হক
পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি