পাইকগাছায় মহিলা ইউপি সদস্যের দায়ের করা মামলায় আলোচিত জিয়া নায়েব গ্রেপ্তার

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় কপিলমুনি’র মহিলা ইউপি সদস্যের দায়ের করা মামলায় জিয়াউদ্দীন নায়েব (৪৫) কে পুলিশ গ্রেপ্তার করেছেন। থানা পুলিশের এসআই অমিত কুমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র মোড় থেকে তাকে গ্রেপ্তার করেন। সে উপজেলার গদাইপুর ইউপি’র ঘোষাল গ্রামের মৃতঃ আঃ রউফ নায়েবের ছেলে। থানার মামলা সুত্রের বর্ননা দিয়ে কপিলমুনি ইউপি’র ৭,৮ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রাজিয়া সুলতানা জানান, মোঃ জিয়াউদ্দীন নায়েব আমার পুর্ব পরিচিত। পরিচয় সুত্রে গত বছরের ৩ মার্চ জিয়া আমার নির্বাচনী এলাকার ৩ জন গরীব লোককে সরকারী ঘর দেওযার নাম করে আমার কাছ থেকে ৪০ হাজার টাকা নেয়। কিন্তু দীর্ঘদিন সে কথা কাজের মিল রাখেননি। তার কথা বার্তায় সন্ধেহ হলে এক পর্যায়ে গরীব মানুষের টাকা ফেরৎ চাইলে সে তখন সাংবাদিক পরিচয় দিয়ে আমার কাছে আরোও লক্ষাধিক টাকা দাবি করে উল্টো হুমকি দেয়। ইউপি সদস্য রাজিয়া আভিযোগ করেন শেষ পর্যন্ত মিমাংশার চেষ্টা ব্যর্থ হলে জিয়া নাবেয়ের বিরুদ্ধে ৪০৬/৪২০/৩৮৫/৩৮৬ ধারায় মামলা করেছি,যার নং-৩০, তাং-১৭ মার্চ-২৩। জিয়াউদ্দীন নায়েবের বিরুদ্ধে একাধিক অভিযোগের কথা বলে ওসি মোঃ জিয়াউর রহমান বলেন,মহিলা ইউপি সদস্যের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করে রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

ইমদাদুল হক
পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *