January 15, 2025, 7:13 am
মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ফাতেমা নগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বাৎসরিক বনভোজন,ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ মার্চ) দুপুর ১ টার সময় ফাতেমানগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেক আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা।
এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অরুপ চাকমা,বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলি আহমেদ,১নং লোগাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয় কুমার চাকমা, সাংবাদিক শাহজাহান কবির শাজু।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।