(রিপন ওঝা,মহালছড়ি)
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার ধুমনীঘাট সার্বজনীন শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে বিশ্ব মানবতার কল্যানে জীবের দুঃখ মোচনে ও শান্তি কামনার্থে মধুকৃষ্ণ ত্রয়োদশী মহাবারুণ গঙ্গাস্নান উপলক্ষে ঐতিহ্যবাহী মহাবারুণী তীর্থ গঙ্গাস্নান উপলক্ষে অষ্ট প্রহরব্যাপী মহানাম যজ্ঞ মধুকৃষ্ণা ত্রয়োদশী ২৫তম বারুণী গঙ্গা স্নানোৎসব-২০২৩ উদযাপন করা হয়েছে।
উক্ত ২৫তম মহা বারুণী তীর্থ গঙ্গাস্নান উপলক্ষে ১৮ ও ১৯মার্চ ২দিন ব্যাপী অনুষ্ঠিত উক্ত ধর্মীয় অনুষ্ঠান মহোৎসবে স্থানীয় ভাবে অংশগ্রহণকারী একাধিক ধর্মীয় কির্তনীয়া দল অংশ গ্রহণ করে মহামন্ত্র অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ ও মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।
হাজার হাজার ধর্মীয় ভক্ত, অনুরাগী ও পূণ্যার্থীদের অংশগ্রহণ উপস্থিতির উক্ত মহোৎসবের অংশ গ্রহনকারী কির্তনীয় দলের মধ্যে হাজার হাজার দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন গুইমারা উপজেলাস্থ বাইল্যাছড়ি ১নং রাবার বাগান এলাকার শ্রী শ্রী লক্ষী নারায়ন সম্প্রদায়, যার মূল আর্কষণ ছিল। উক্ত এলাকার রূপন্দয় ত্রিপুরার মেয়ে গুইমারা কলেজের ছাত্রী লিপি ত্রিপুরার মনমুগ্ধকর মৃদঙ্গ বাজানো ও কৃষ্ণ দাশ ত্রিপুরার মেয়ে ৮ম শ্রেণী পড়ুয়া ছাত্রী উর্বশী ত্রিপুরার জুরী বাজিয়ে উপস্থিত হাজার হাজার দর্শক ভক্তদের বিমোহিত করে রাখে।
উক্ত মহোৎসবকে ঘিরে মন্দির এলাকায় বসেছিল বিশাল গ্রামীণ মেলা। মেলা ও উৎসবে মহালছড়ি উপজেলা ও আশপাশের উপজেলাগুলো হতে হাজার হাজার পূণ্যার্থী ভক্তের সমাগম ঘটে।
বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি সেনাজোন প্রতিবছরের ন্যায় ২৫তম বারুণী গঙ্গা স্নানোৎসবে মহালছড়ি ধুমনীঘাট ত্রিপুরাপাড়ার দুর্গম এলাকার শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে অনুষ্ঠেয় ধর্মীয় অনুষ্ঠানে বারুনী স্নানে দূরদূরান্ত এবং দুর্গম এলাকা থেকে আসা পূণ্যার্থীদের পিপাসা নিবারণের জন্য বিশুদ্ধ জলের সরবরাহ করেছে ।

Leave a Reply