January 15, 2025, 5:31 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
সুজানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ উন্নত দেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে হবে- ইউএনও রাশেদুজ্জামান ঝিনাইদহের কোটচাঁদপুরে কাঠ রিফাইন কারখানার বয়লার বিস্ফো-রণে দুইজন তানোরে জামায়াতের রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন নজির হোসেন ফাউন্ডেশন নারীদের স্বাস্থ্য সচেতনতা ও টেকসই উন্নয়নে টিম চিহ্নের ব্যতিক্রমী উদ্যোগ নলছিটিতে জিয়া সাইবার ফোর্সের উপজেলা ও পৌর কমিটি গঠন থানচিতে মোবাইল কোর্ট পরিচালনা করে এসবিএম ইট ভাটাকে জরিমানা সার ও বীজের কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের ডিলারশিপ বাতিল হয়ে যাবে-স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের ছুরিকাঘাতে বিএনপি নেতা নিহত
তানোরে শিক্ষক-কর্মচারী মিলন মেলা

তানোরে শিক্ষক-কর্মচারী মিলন মেলা

Exif_JPEG_420

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যান সমিতি ও উপজেলা মাদরাসা শিক্ষক-কর্মচারী সমিতির উদ্যোগে বাৎসরিক মিলন মেলা উপলক্ষে আলোচনা সভা ও প্রীতিভোজ আয়োজন করা হয়েছে। জানা গেছে, ১৯ মার্চ রোববার উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যান ও মাদরাসা শিক্ষক সমিতির উদ্যোগে এবং সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শামসুল ইসলামের সঞ্চালনায় নাইস গার্ডেন চত্ত্বরে মিলন মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না ও বিশিষ্ট সমাজসেবক তরুণ শিল্পপতি আলহাজ্ব আবুল বাসার সুজন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত জেলা আওয়ামী লীগের সহসভাপতি শরিফ খাঁন, উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও সোনীয়া সরদার,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন ও সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া, মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সম্পাদক আমির হোসেন আমিন, উপজেলা যুবলীগের সম্পাদক জুবায়ের ইসলাম, চাঁন্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ মিঞা, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, আব্দুল আওয়াল রাজু ও রামিল হাসান সুইট প্রমুখ।
প্রধান অতিথি বলেন,আপনাদের সামনে দুটি পথ একটি মালেশিয়া-সিঙ্গাপুর মুখী,অপরটি পাকিস্তান-আফগানিস্থান মুখী। একটি উন্নয়ন ও গণতন্ত্রমুখী, অপরটি জঙ্গিবাদ ও অগ্নিসন্ত্রাসমুখী। তিনি বলেন, আওয়ামী লীগ হলো উন্নয়ন ও গণমুখী, আর বিএনপি হলো জঙ্গিবাদ ও অগ্নিসন্ত্রাসমুখী। তিনি বলেন, আওযামী লীগের সময়ে দেশ মালেশিয়া-সিঙ্গাপুরমুখী হয়, আর বিএনপির সময়ে দেশে জঙ্গিবাদ ও অগ্নিসন্ত্রাসমুখী হয়। আওয়ামী লীগ হলো উন্নয়ন ও গণতন্ত্রের ধারক-বাহক। আর বিএনপি হলো জঙ্গিবাদ ও অগ্নিসন্ত্রাসের ধারক-বাহক।
তিনি বলেন, আগামি নির্বাচন আমাদের তাই,আমাদেরই সিদ্ধান্ত নিতে হবে আমারা কোনো পথে যাবো। সাধারণ মানুষের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন ও অর্জনের চিত্র তুলে ধরার জন্য তিনি শিক্ষকদের প্রতি উদ্বাত্ত আহবান জানান। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা মানেই বাংলাদেশ, শিশুরা যেমন মাতৃকোলে নিরাপদ, তেমনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে বাংলাদেশ নিরাপদ।
তিনি বলেন, যে জাতি উপকারীর উপকার স্বীকার করে না সে জাতি উন্নতি করে না। বাংলাদেশের জন্মের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, বাংলাদেশ গর্বিত ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে হবে। শিক্ষকদের বলবো দেশকে ভাল বাসতে হবে, ভালভাবে লেখাপড়া করাতে হবে, নিজেকে ভাল শিক্ষক হতে হবে, শ্রেষ্ট শিক্ষক হিসেবে গড়ে তুলতে । শিক্ষা প্রতিষ্ঠানের সময়ের বাইরেও শিক্ষার্থীদের জন্য সময় দিতে হবে শিক্ষিত জাতি গঠনে শিক্ষকদের ভুমিকা রাখতে হবে। তিনি বলেন, আগামি নির্বাচন হবে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির এই নির্বাচন আমাদের নির্বাচন, নৌকা যার আমরা তার, নৌকা যার মাননীয় প্রধানমন্ত্রী তার।
তিনি বলেন, বিএনপি বার বার মিথ্যা, অপপ্রচার করে বিদেশে জনমত সৃষ্টি করে ক্ষমতায় আসার চেষ্টা করছেন।
তারা জঙ্গিবাদ সৃষ্টি ও ৬৪ জেলায় বোমা ফাটিয়েছিল। অথচ আওয়ামী লীগ সরকারের সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে প্রতিটি উপজেলায় একটি করে মডেল
মসজিদ নির্মাণ করা হয়েছে। তিনি বলেন,
বিএনপি জামায়াত দেশে ইসলাম পক্ষে কোন কাজ করতে পারে নি। বঙ্গবন্ধু শেখ হসিনা প্রতি উপজেলায় দুটি করে শিক্ষা প্রতিষ্ঠান সরকািরকরণ করে দিয়েছেন। শেখ হাসিনাকে বাংলাদেশের চেয়ে বেশী চিনে, যেমন শেখ মুজিবুর রহমানকে যেমন চিনতেন। বিএনপির মুখে গণতন্ত্র মানায় না। তারাতো একটি সেনানিবাসের দল, একটি খোচ্চর দল। প্রধান অতিথি ওমর ফারুক চৌধুরী আরও বলেছেন, গোদাগাড়ী তানোরের মাটি আওয়ামী লীগের ঘাঁটি, নৌকার ঘাঁটি। এখন এমন একটি সময় এসেছে অতীতে যারা দলের বিবোধীতা করেছেন, নৌকার বিরোধীতা করেছেন এখন সংশোধন হয়ে দলে ভাল কাজ করার সুযোগ পাবেন আর যদি না করেন তাহলে তাদের ক্ষতি অপেক্ষা করছে।তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে খুব শক্ত নির্বাচন, নিজেদের মাঝে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। প্রতিটি নির্বাচনের সময় কিছু সুসময়ের পাখির আগমন হয়, তাদের সঙ্গে কিছু নেতা কর্মী ঘোরাফেরা করে। কিন্তু অতীতে কোন লাভ হয় নি। এবারো কোন লাভ হবে না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা, শেখ হাসিনা ক্ষমতায় থাকা মানে দেশের উন্নয়ন হওয়া, দেশ এগিয়ে যাওয়া আর বিএনপি জামায়াত ক্ষমতায় থাকা মানে দেশের উন্নয়ন ব্যাহত হওয়া। দেশের সম্পদ লুটপাট করা, মানুষ হত্যা করা। তিনি বলেন, সকলকে ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির পক্ষে থাকতে হবে। তাহলে কোনো অপশক্তি মাথাচাঁড়া দিয়ে পারবে না।#

তানোর প্রতিনিধি।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD