December 22, 2024, 9:25 pm
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
গাউসিয়া কমিটি সিমেন্ট ক্রসিং শাখার ব্যবস্থাপনায়, রাহনুমায়ে শরীয়ত ও ত্বরিকত আওলাদে রাসুল (দ.) আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ্ (রহ.) এর বার্ষিক ওরশ শুক্রবার নগরের সিমেন্ট ক্রসিং আহম্মদিয়া হাফেজিয়া সুন্নিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে।
ওরশ উদযাপন উপলক্ষ্যে শুক্রবার বা’দ ফজর পবিত্র কুরআন খতম, বা’দ আসর পবিত্র খতমে গাউসিয়া, বা’দ মাগরিব আউলিয়ায়ে কেরামের জীবনি আলোচনা এবং বা’দ এশা মিলাদ-ক্বিয়াম, মুনাজাত ও তাবারুক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা-এ তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাযিল-এর আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ ইউনুস তৈয়্যবী (মা.জি.আ) । প্রধান আলোচক হিসবে বক্তব্য রাখেন চরণদ্বীপ রজভীয়া সুন্নিয়া ফাযিল এর আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ আনিসুর রহমান রিজভী । অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি সিমেন্ট ক্রসিং শাখার দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা মুহাম্মদ সাইফুর রহমান ও মাওলানা মুহাম্মদ শফিউল আলম আল কাদেরী। আরও উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি সিমেন্ট ক্রসিং শাখার সম্মানিত সভাপতি মুহাম্মদ জামাল উদ্দিন, সহ সভাপতি আক্তার উদ্দিন সওদারগর, বেলাল আহমেদ, জিহাদ,বাপ্পি, শাহিদ, আশিক,হাসান, ওয়াকিল, জামশেদ, নয়ন, কাওসার,সাবিদ প্রমুখ