কলাপাড়ায় ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বাবুল মাষ্টারের বিজয়ের আনন্দে ভাসছে চম্পাপুর

এস আল-আমিন খাঁন পটুয়াখালী জেলা প্রতিনিধি।

পটুয়াখালী কলাপাড়া উপজেলার ৮ নং চম্পাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকল জল্পনা কল্পনাকে হারমানিয়ে স্বতন্ত্র প্রার্থী আনারস মার্কার মাহাবুব আলম বাবুল মাষ্টার জয়লাভ করায় চম্পাপুর ইউনিয়ন বাসীর মুখে আনন্দের হাসি ফুটে উঠেছে।

বৃহস্পতিবার (১৬’মার্চ-২০২৩ ইং) তারিখ সকাল সাড়ে আটটা থেকে ইভিএম পদ্ধতিতে নির্ধারিত সময় বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহন করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা ইভিএম পদ্ধতিতে এই প্রথম ভোট দিতে পারায় খুবই আনন্দিত চম্পাপুর ইউনিয়নবাসী। উৎসব মুখোর পরিবেশে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেয়ায় বাংলাদেশ নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী ও মিডিয়াকর্মীদের ধন্যবাদ জানান প্রার্থী সমর্থকরা।

চম্পাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাহবুব আলম বাবুল মাষ্টার আনারস মার্কা, ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামিলীগ সমর্থিত প্রার্থী রিন্টু তালুকদার নৌকা মার্কা, ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত প্রার্থী মোঃ ইমরান আলী হাতপাখা, সওখতুর রহমান শামীম স্বতন্ত্র প্রার্থী ঘোড়া মার্কা ও স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন মৃধা চশমা মার্কায় মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

ইউনিয়নে মোট ভোটার সংখ্যা (১২৫৮৮) ভোট, মোট ৯ টি ভোট সেন্টারে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন করা হয়। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী আনারস মার্কা-( ৩২১৯ ) ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, এছাড়া ইসলামি আন্দোলন বাংলাদেশ হাতপাখা-(২৫৮৫) ভোটে ২’য় ,দলীয় প্রার্থী নৌকা মার্কা-(২২৭৩) ভোট পেয়ে ৩’য়, স্বতন্ত্র প্রার্থী চশমা মার্কা- (১২৫০) ভোটে ৪র্থ এবং স্বতন্ত্র প্রার্থী ঘোড়া মার্কা- (৯২৬) ভোটে ৫’ম হয়েছেন।

মোট ৬৩৪ ভোট বেশি পেয়ে চম্পাপুর ইউনিয়ন পরিষদের নব- নির্বাচিত চেয়ারম্যান হলেন স্বতন্ত্র প্রার্থী আনারস মার্কার মাহাবুব আলম বাবুল (মাষ্টার), তিনি বিজয়ী হয়ে ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দীর্ঘদিনের ভোগান্তি থেকে রেহাই পেতে রাস্তা ঘাট নির্মান, মাদক ও দুর্নীতি মুক্ত ইউনিয়ন পরিষদ গড়ার অঙ্গিকার ব্যক্ত করলেন জনসম্মুখে।

তিনি আরও বলেন আমার নির্বাচনী ইশতেহার ছিলো এলাকার সার্বিক উন্নয়ন মুলক কাজের মাধ্যমে জনগনকে সঠিক সেবা প্রদান করা। বিগত দিনে ইউনিয়নবাসী যে সকল ভোগান্তির শিকার হয়েছে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ও ইউনিয়ন পরিষদের বিভিন্ন কাজে হয়রানি হয়েছে, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, সরকারের দেয়া খাদ্য কর্মসূচির চাল পেতে অর্থ প্রদান এবং ইউনিয়ন পরিষদের অন্যান্য সেবা মুলক কাজে হয়রানির শিকার হয়েছে। এ সকল হয়রানি থেকে জনগন যাহাতে রেহাই পেতে পারে এবং এলাকার রাস্তা ঘাট পাকাঁ করে জনগণের দুর্ভোগ লাগবে কাজ করাটাই হবে তার মুল লক্ষ্য। এছাড়া ও জন্ম নিবন্ধন অনলাইন সরকারি ফি ব্যাতিত বাড়তি ফি দিতে হবে না কাউকে। ইউনিয়ন পরিষদে জনগণের জন্য সরকারের যত প্রকার সুবিধা রয়েছে সব ধরনের সুবিধা প্রদান করে চম্পাপুর ইউনিয়নকে একটি দুর্নীতি ও মাদক মুক্ত করে পটুয়াখালী জেলার অন্যতম ইউনিয়ন পরিষদ ও একটি মডেল ইউনিয়ন পরিষদ গড়ে তোলা হবে চম্পাপুর ইউনিয়ন পরিষদ। এক্ষেত্রে সকল কাজে জনগনকে পাশে নিয়ে তাদের সহযোগীতা ও পরামর্শ নিয়ে কাজ করবেন বলেও জানান তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *