চোখ খুলে তাকালেই দেশের সর্বত্র উন্নয়ন চোখে পড়ে- কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক

আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, চোখ খুলে তাকালেই দেশের সর্বত্র অভূতপুর্ব উন্নয়ন চোখে পড়ে। প্রত্যন্ত অঞ্চলের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে, গ্রামের দুর্গম রাস্তাও সব পাকা হয়ে গেছে। দেশের সার্বিক উন্নয়নের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সম্মান ও মর্যাদায় পৃথিবীতে অনন্য উচ্চতায় তুলেছেন। এই উন্নয়নের বাংলাদেশকে আজ সারা পৃথিবী অবাক বিস্ময়ে তাকিয়ে দেখে। তাই, আগামী জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে দেশের এই উন্নয়ন অগ্রযাত্রাকে আরো সামনের দিকে এগিয়ে নিতে হবে।
শনিবার বিকালে টাঙ্গাইলের মধুপুরের মহিষমারা ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, যুবসমাজকে অবক্ষয় থেকে রক্ষা করে দক্ষ মানবসম্পদ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে তরুণদেরকে খেলাধুলায় আরো উৎসাহিত করতে হবে ও সুস্থ বিনোদন তাদের মধ্যে ছড়িয়ে দিতে হবে।
মহিষমারা ইউনিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি উদ্বোধন করেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোঃ ছরোয়ার আলম খান আবু।
মহিষমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মহি উদ্দিন এর সভাপতিত্বে উক্ত উদ্বোধনী খেলায় উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, মধুপুর পৌরসভার মেয়র আলহাজ মো. সিদ্দিক হোসেন খান, আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট ইয়াকুব আলী, সহ সভাপতি মীর ফরহাদুল আলম মনি, সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, মির্জাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাদিকুল ইসলাম, আলোক হেলথ কেয়ার ও ফাউন্ডেশন হাসপাতাল এর ব্যাবস্হাপনা পরিচালক মো. লোকমান হোসেন, সহ আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ। উক্ত খেলায় গোপাপুর মরহুম ফরহাদ হোসেন স্মৃতি ফুটবল একাডেমীকে দুই এক গোলে হারিয়ে ময়মনসিংহের ফুলবাড়ীয়ার কেশরগন্জ কেএনবিএস যুব স্পোর্টিং একাডেমী বিজয় অর্জন করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *