ডিমলা সদর ইউপি উপ-নির্বাচনে চেয়ারম্যান হলেন – ফিরোজ

মোঃ হামিদার রহমান নীলফামারীঃ কোন প্রকার অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নীলফামারীর ডিমলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ১৬ই মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ,এচ,এম ফিরোজ সরকার ৯৬২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী চশমা প্রতীকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উৎপল কুমার সিংহ রায় ভোট পেয়েছেন ৭৩৭৫ ভোট এবং আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আমিনুর রহমান ৭৮৪ ও মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মজিব উদ্দিন পেয়েছেন ৩২৮ ভোট।
সদর ইউনিয়নের উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার ও সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল আলম জানান, ডিমলা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম সরকার গত ১৪ই ডিসেম্বর মৃত্যুবরণ করায় ওই শূন্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ,এচ,এম ফিরোজ সরকার বিজয়ী হয়েছেন।

নব-নির্বাচিত চেয়ারম্যান এ,এচ,এম ফিরোজ সরকার। তার বাবার মৃত্যু জনিত কারনে উক্ত ইউনিয়নে উপ – নির্বাচন হওয়ায় মৃত্যু আবুল কাশেম সরকারের বড় ছেলে এবং নীলফামারী-১ সংসদীয় আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকারের ভাতিজা।

ডিমলা সদর ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৩৬ হাজার ৩ শত ৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ৩ শত ১০ জন। নারী ভোটার ১৮ হাজার ৪৮ জন এবং তৃতীয় লিঙ্গের একজন। ইলেকট্রিক ভোটিং মেশিন বা (ইভিএম) এর মাধ্যমে এই প্রথম এ উপজেলায় ভোট অনুষ্ঠিত হলো। ৫০ শতাংশের কিছু বেশি ভোটার ভোট দিয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *