রংপুরে জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাবের উদ্যোগে আত্মহত্যা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

রংপুর থেকে বিভাগীয় প্রতিনিধি আবু নাসের সিদ্দিক তুহিন। —

আত্মহত্যা আর নয়, করবো মোরা আত্মজয় এই স্লোগানকে সামনে রেখে জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব রংপুর বিভাগীয় কমিটির আয়োজনে গতকাল শনিবার সকাল থেকে রংপুর মডেল কলেজ মিলনায়তনে দিনব্যাপী আত্মহত্যা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
রংপুর মডেল কলেজের অধ্যক্ষ মোখলেসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
প্রধান আকর্ষণ হিসেবে বক্তব্য রাখেন জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশের চেয়ারম্যান জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলম।প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট শিক্ষাবীদ ও সমাজসেবক সৈয়দা রোকসানা জামান শানু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাগ্রত সাহিত্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট কথা সাহিত্যিক নাসরিন ইসলাম, আর সি পি আই এন্ড এমএস ম্যাটসের উপাধ্যক্ষ একেএম শাহাদাৎ হোসেন, জাগ্রত পথশিশু অব বাংলাদেশের সহসভাপতি নাজনীন সুলতানা লুনা, কণ্ঠশিল্পী অন্তর রহমান, সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি জয়িতা নাসরিন নাজ,
বক্তব্য রাখেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর পাবলিক রিলেশন অফিসার বিশিষ্ট সাংবাদিক ও লেখক আবু নাসের সিদ্দিক তুহিন, জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব রংপুর বিভাগের সভাপতি শান্তনা আকতার নুরী, জাগ্রত হিরো মাঈন উদ্দিন,জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব রংপুর বিভাগীয় কমিটির উপদেষ্টা কবি মনিরা সিরাজ সাথী, রংপুর বিভাগের সহ-সভাপতি সানু তাছমিন, কবি ধ্রবক রাজ, কবি রাজেন দাস, দিবস রায়,পূর্ণিমা রাজ,মীরা রায় কবি রাশেদুজ্জামান, শাওন ইসলাম,কবি তমঃ বিভাবরী প্রমুখ ।
উপস্থাপনা করেন আহসান হাবীব মানিক ও ইফফাত জামান রুপা।
উক্ত কর্মশালায় পাঁচ শত ছাত্র ছাত্রী শিক্ষক অভিভাবক সাহিত্য সংস্কৃতি কর্মি অংশ গ্রহন করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *