January 15, 2025, 8:39 am
এম এ আলিম রিপন,সুজানগর(পাবনা)ঃপাবনার সুজানগরে ১০৩ পাউন্ডের কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। সুজানগর পৌরসভার আয়োজনে এ কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। পৌর মেয়র রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও পৌর আ.লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজের স ালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য দেন বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স-অ্যাটকোর সভাপতি ও স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন,উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল ওহাব, আমিনপুর থানা আ.লীগের সভাপতি ইউসুফ আলী খান,জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আলী মূর্তজা বিশ্বাস সনি,যুগ্ন আহ্বায়ক শিবলী সাদিক। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব, থানার ওসি আব্দুল হাননান,পাবনা পৌরসভার সাবেক মেয়র কামরুল হাসান মিন্টু, নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ, জেলা পরিষদ সদস্য আহমেদ ফররুখ কবির বাবু, আনোয়ারা আহমেদ,উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার, সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী, পৌরসভার নির্বাহী কর্মকর্তা গোলাম নবী,উপজেলা যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ,সাধারণ সম্পাদক সাইদুর রহমান, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঊক্তরা তাদের বক্তব্যে বলেন,বঙ্গবন্ধু জন্ম নিয়েছিলেন বলেই আজ আমরা একটি স্বাধীন দেশের অধিবাসী এবং জাতি হিসেবে মেধা ও মননে পরিপূর্ণরুপে বিকশিত হতে পারছি। বাংলাদেশের সমৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে বলেও প্রত্যাশা রাখেন তারা।
এম এ আলিমরিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।