এস আল-আমিন খাঁন পটুয়াখালী জেলা প্রতিনিধি।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা ১৬’মার্চ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে ৫ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন সম্পন্ন করা হয়েছে।
নির্বাচনী সময় সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলে। উক্ত নির্বাচনী ইউনিয়নে কোন প্রকার অপ্রিয়কর ঘটনা হানাহানি কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেনি। পাঁচ ইউনিয়নে চেয়ারম্যান পদে দুইটিতে হাতপাখা, দুইটিতে নৌকা ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
নির্বাচিতরা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত ৪ নং মিঠাগঞ্জে ইউনিয়নে মোঃ মেজবা উদ্দিন খান দুলাল ও ১২ নং ডালবুগঞ্জ ইউনিয়নে মাওলানা হেদায়েত উল্লাহ জিহাদী হাতপাখা, ১১ নং চম্পাপুর ইউনিয়নে মাহাবুব আলম বাবুল মাষ্টার স্বতন্ত্র প্রার্থী আনারস, ৮ নং ধানাখালী ইউনিয়নে শাহাজাদা পারভেজ টিনু মৃধা ও ১০ নং বালিয়াতলী ইউনিয়নে এবিএম হুমায়ুন কবির বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনের কঠোর পদক্ষেপ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ ভুমিকায় একটি অবাদ সুষ্ঠু নিরাপদ অনুষ্ঠিত হয়েছে বলে পাঁচ ইউনিয়নয়ের প্রার্থী ও সমর্থক সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, ইভিএম এর মাধ্যমে জনগন সকলের গনতান্ত্রিক ভোট অধিকার প্রয়োগ করতে পেরেছেন এছাড়া এই প্রথম পাঁচ ইউনিয়নের ভোটাররা ইভিএম পদ্ধতিতে নিজেদের ভোট দিতে পেরে খুব আনন্দিত বলে জানান।
Leave a Reply