কুড়িগ্রাম প্রতিনিধি:
“মুক্তিযুদ্ধের চেতনায় দেশব্যাপী সর্বস্তরের সাংবাদিকদের সংঘবদ্ধ অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় জাগো” এই শ্লোগানে দেশে “বাংলাদেশ প্রেস ক্লাব” এর কেন্দ্রঘোষিত ৬৪জেলার বিভিন্ন উপজেলায় কেন্দ্রীয় সংগঠন এর পক্ষ থেকে কমিটি গঠনের প্রক্রিয়ার অংশ হিসেবে ১৬মার্চ ২০২৩খ্রিস্টাব্দ সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় মহাসচিব সাংবাদিক ফরিদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সরকারি রেজিস্ট্রেশন ভুক্ত এ সংগঠনটি রেজিস্ট্রেশন গভ: রেজিঃ নং ৯৮৭৩৬/১২খ্রিস্টাব্দ উল্লেখিত প্রতিষ্ঠাতা মহাসচিব সাংবাদিক ফরিদ খান এর অক্লান্ত পরিশ্রমে সারা দেশের জেলা ও উপজেলা কমিটি গঠনের প্রয়াস চলছে। ইতিমধ্যে প্রায় ৫শত এর অধিক কমিটি গঠনের প্রাথমিক পর্যায় চূড়ান্ত হয়েছে এবং অধিকাংশতেই কমিটি গঠন সম্পন্ন হয়েছে। আর অবশিষ্ট-গুলোতে দ্রুত সময়ের মধ্যে কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানা যায়।
বাংলাদেশ প্রেস ক্লাব নাগেশ্বরী উপজেলা শাখার আহ্বায়ক হলেন দৈনিক খবর পত্রিকার প্রতিবেদক ও রংপুর বেতারের এক সময়ের জনপ্রিয় সংগীত শিল্পী হাফিজুর রহমান বাবু এবং সদস্য সচিব হলেন দৈনিক প্রতিদিনের চিত্র পত্রিকার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি হরেন্দ্র নাথ বর্ম্মন বাবু। জাতির বিবেক হিসেবে পরিচিত সাংবাদিকদের মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ করতে সাংবাদিক ফরিদ খানের অগ্রযাত্রা অব্যাহত থাকবে এমনটাই আশা প্রকাশ করেন নাগেশ্বরী উপজেলার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ।
Leave a Reply