সহকারী শিক্ষিকার পরিবারের সদস্যদের মাঝে ১ লাখ ৪০ হাজার টাকার অনুদান প্রদান

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী আল ইসলা ইসলামী একাডেমির সহকারি শিক্ষিকা মোসাঃ নিলুফার ইয়াসমিনের মৃত্যুজনিত কারণে বাংলাদেশ শিক্ষক সমিতি, গোদাগাড়ী উপজেলা শাখার ( শাহাদুল হক – ইফতেখার স্যার) উদ্দোগ্যে ১ লাখ ৪০ লাখ টাকা প্রদান করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার সময় প্রধান শিক্ষকের অফিসে এ অর্থবিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিক্ষক সমিতি গোদাগাড়ী শাখার সভাপতি, চয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এন. রিদওয়ান ফেরদৌস, সহঃসাধারণ সম্পাদক, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, প্রধান শিক্ষক মোঃ কোরবান আলী, সহকারি প্রধান শিক্ষক তারেক আহম্মেদ অনিক, শিক্ষিকার স্বামী আব্দুল মমিন চৌধুরী, বড় মেয়ে সুরাইয়া ইয়াসমিন, ছোট মেয়ে তাসফিয়া তাসনিম সারা, তাদের ছোট মামা সাসুদ চৌধুরি।
সহঃ সধারণ সম্পাদক মোঃ হায়দার আলী বলেন, আগে কোন শিক্ষক কর্মচারী চাকুরীরত অবস্থায় মারা গেলে কিংবা অবসর গ্রহন করলে ১ টি ছাতা, ১ টি পঞ্জাবি ১ শাড়ী ভাগ্যে জুটতো না। কিন্তু শিক্ষক সমিতির জন্য ১ লাখ ৪০ হাজার টাকা আমরা তুলে দিতে পারচ্ছি। আমি তাদের বাবা ও মামা বলবো এই টাকা গুলি তাদের দু বোনের নামে এফডিআর করে দিবেন যেন ভবিষ্যতে তাদের উপকারে আসে। সভাপতি এম.এন. রিদওয়ান ফেরদৌস বলেন, আমরা তাদের হাতে সামান্য কিছু টাকা তুলে দিতে নিজেদেরকে ভাল লাগছে। আপনার দোয়া করবেন যেন এধারা অব্যাহত রাখতে পারি।

মোঃ হায়দার আলী
রাজশাহী

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *