পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
পরিবেশবাদী সংগঠন বনবিবি’র উদ্যোগে পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত হয়েছে।দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে শুক্রবার সকাল ১১ টায় নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা ও সুন্দরবনে বাঘে আক্রান্ত ব্যক্তি, বাঘ বিধবা ও ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপনসহ সহায়তা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ছড়াকার এ্যাড. শফিকুল ইসলাম কচি। বিশেষ অতিথি ছিলেন, অনারারি ক্যাপ্টেন অব: মোহন লাল দাশ, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল, উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর সভাপতি আশোক কুমার ঘোষ, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরী রানী সাধু। বক্তৃতা করেন, কবি মোড়ল কওসার আলী, রোজী সিদ্দিকী, সুশান্ত বিশ্বাস, ফারজানা আক্তার ময়না।’ স্মৃতিচারণ করেন, বাঘে আক্রান্ত ব্যক্তি বিষ্ণু বিশ্বাস, মোতালেব গাজী, রহিমা বেগম। বক্তারা বলেন, বাঘ সুরক্ষায় সুন্দরবন সংলগ্ন জনপদের মানুষকে আরো বেশি সচেতন করতে হবে। তাহলে বন ও বাঘ ভালো থাকবে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *