জোয়ার্দার সৈকত এর আম্মার সুস্থতা কামনায় জুম্মার মসজিদে দোয়া কামনা

মোঃ মনিরুল ইসলাম,নাচোল,
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি রফিকুল আলম জোয়ার্দার সৈকত এর আম্মা অসুস্থ হয়ে আজ ১৫ দিন থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন।তার সারিরিক অবস্থা উন্নতি না হওয়ায়, গত দুইদিন থেকে আইসিইউতে ১১নং বেডে ভর্তি রয়েছেন। আজ শুক্রবার তার জন্য ভাতসা, মহনল, ভুজইল, ঝিকড়া, গোবিন্দপুর, পদ্দপুর, দায়পুকুরিয়া সহ বিভিন্ন জুম্মার মসজিদে জোর্দ্দার সৈকত এর আম্মার সুস্থতা মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া খায়ের করা হয়েছে। আল্লাহ যেন তার আম্মাকে দ্রুত সুস্থ করে দেন এবং নেক হায়াৎ দান করেন। আমীন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *