বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়ার রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের তিন দিন ব্যাপী বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিঠুন কুমার চক্রবর্তীর সভাপতিত্বে ১৫ মার্চ বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে তিন দিন ব্যাপি ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্ভোধন ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আবু সালেহ মোঃ লিটন বলেন – শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি খেলাধুলা মন বিকাশে সহযোগীতা করে। আর খেলাধুলার সাথে নিজস্ব সংস্কৃতি একটি জাতির পরিচয় তাই বাঙালী জাতির পরিচয় হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিক্ষার্থীদের জানতে হবে। এক্ষেত্রে জাতির স্বার্থে শিক্ষকদের কাজ করতে হবে। তিনি আরও বলেন, কোন শিক্ষার্থী যেন অকালে শিক্ষা থেকে ঝরে না পরে সেদিকে সবার খেয়াল রাখতে হবে। স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আগৈলঝাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ সাইদুল সরদার, রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন সিকদার, যুগ্ন সাধারণ সম্পাদক জাকির তালুকদার, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক বিকাশ রায়, সদস্য সাজিদ ফকির। অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগ সহ-দপ্তর সম্পাদক উজ্জল লাহেড়ি, বাকাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম পাইক, উপজেলা যুবলীগ নেতা ফয়জুল সেরনিয়াবাত, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইক, সমাজসেবক আব্দুর রব হাওলাদার, মোঃ সুলতান শিকারসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষীকা ছাত্র ছাত্রী স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান শিক্ষক উজ্জ্বল কুমার মণ্ডল।
Leave a Reply