খাগড়াছড়িতে অনুসন্ধানের বর্ষপূর্তি

(রিপন ওঝা,খাগড়াছড়ি)

খাগড়াছড়ি শহরে “মন্দ এবং ভালোর খোঁজে” মূলমন্ত্রে অনলাইন নিউজ পোর্টাল অনুসন্ধান এর ১ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রতিনিধি সম্মেলন আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খাগড়াছড়ি জেলা প্রেসক্লাবের সভাপতি জীতেন কুমার বড়ুয়া ও বিশেষ অতিথি হিসেবে সাধারণ সম্পাদক আবু তাহের, দৈনিক ভোরের কাগজ জেলা প্রতিনিধি শংকর চৌধুরী, চ্যালেল টোয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি নুরুচ্ছাফা মানিক উপস্থিত ছিলেন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রেসক্লাবের সভাপতি জিতেন কুমার বড়ুয়া প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। এ পেশার নীতি ও আদর্শ ঠিক রেখে আপোষহীন ভাবে কাজ করে যেতে হবে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতা আসবে। সকল প্রতিবন্ধকতাকে ন্যায় ও সততার সাথে মোকাবেলা করে সুষ্ঠ ও স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।

১৪মার্চ রোজ মঙ্গলবার দুপুর ১২.৩০ ঘটিকায় মোঃ শাহাদাত হোসেন কায়েসের সঞ্চালনায় অনুসন্ধান.কমের সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন মজুমদার সভাপতিত্ব করেন এবং
আয়োজনে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের নিকট হতে অনুসন্ধান.কমের ডিজিটাল পরিচয়পত্র গ্রহণ করেন।

প্রসঙ্গত যে, ইতিমধ্যে স্বল্প সময়ের মধ্যেই খাগড়াছড়ি জেলায় আপোষহীন ভাবে সঠিক ও নির্ভুল তথ্য প্রকাশে ইতিবাচক সাড়া ফেলেছে নিউজ পোর্টাল অনুসন্ধান.কম।

উক্ত আয়োজনে এডুলাইফ কর্তৃক সকল উপজেলা প্রতিনিধিদের মাঝে ‘আইটি এন্ড স্কিল ডেভলোবমেন্ট’ সেশন পরিচালনার মধ্যে দিয়ে সম্মেলন শেষ হয় এবং সেশন পরিচালনা এডুলাইফের সিইও আমির হোসাইন রুজেল ছিলেন।

চেঙ্গী স্কয়ারের নিকটস্থ স্বনামধন্য রেস্টুরেন্ট ‘ফোর পয়েন্টে’ কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে সকল উপজেলা প্রতিনিধিদের সাথে নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এ সময়ে সমাপনী বক্তব্যে অনুসন্ধান.কমের সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন মজুমদার বলেন, আজকের আয়োজন সফল করার জন্য উপজেলা পর্যায়ের সকল প্রতিনিধিবৃন্দদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আপনাদের আন্তরিক শ্রম, সৃজনশীল মেধা ও উদ্যমের সমন্বয়ে আগামীর অনুসন্ধান সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা করছি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *