রফিকুল ইসলাম,
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধিঃ
নব্য ছাত্রলীগে ভরপুর মাঠ,ত্যাগী কর্মীদের আক্ষেপ! এমন গুঞ্জন উঠেছে রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সম্ভাব্য কমিটি গঠনে । শোনা যায় ২০১৯ সালে ঢাকা কলেজ আর মিরপুর বাংলা কলেজের মধ্যে ছাত্রলীগ ও ছাত্রদলের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া হলে মাহমুদ হাসান টিটু ছাত্র দলের হয়ে চাচার সাথে মারামারিতে অংশ নেয়। ২০২০ সালে ঢাকা থেকে পালিয়ে এসে রাঙ্গাবালীতে ছাত্রলীগে যোগদেন।
এখানেই শেষ নয় বাবা মজিদ ফরাজি ছোটবাইশদিয়া ইউনিয়ন বিএনপির নেতা। নয়া ভাঙ্গুনী এলাকায় ০৭ নং ওয়ার্ড বলাহী গ্রামে বিএনপির রাজত্ব করে বেড়ান। দীর্ঘ দিন থেকেই পুরো পরিবার বিএনপিকে সচল রাখতে মাঠে মরিয়া। চাচা মোঃ শাহিন ফরাজি ২০১৭ সালে ঢাকা কলেজে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। বিএনপির ঘোষিত যে কোন প্রগ্রামে পুরো পরিবার অর্থ যোগান সহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের অনেক ত্যাগী কর্মীদের আক্ষেপ আমরা দলের জন্য সর্বোচ্চ শ্রম দেই, মাঠে থেকে দলীয় সকল প্রোগ্রামে অংশগ্রহণ করি । আমরা যদি পদ না পাই! তাহলে কি ভাবে সম্ভব বিএনপি পরিবারের ও সাবেক ছাত্রদল কর্মী থেকে ছাত্রলীগে এসে কমিটি পাবে। যদি কমিটি পায় এটা হবে ছাত্রলীগের জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয়। আমরা বিশ্বাস রাখি জেলা ছাত্রলীগ এমনটা কখনোই করবে না।
মাহমুদ হাসান টিটু নব্য ছাত্রলীগে দু’বছরে ত্রাসের রাজত্ব গড়ে তোলেন এমন কথা বলেন রাঙ্গাবালীর সাধারণ জনগণ। সাধারণ মানুষের উপর চালায় অত্যাচার, নির্যাতনসহ দখল বাজি।
গলাচিপা ম্যাজিস্টেট জুডিশিয়াল আদালতে মাহমুদ হাসান টিটুর নামে একটি মামলা চলমান রয়েছে।
বর্তমানে রাঙ্গাবালী থানায় একটি সাধারণ ডায়েরি (নং ৩২৩) করেন আলমগীর তালুকদার নামে একজন ব্যবসায়ী। তিনি বলেন, টিটু ক্রিকেট খেলাকে কেন্দ্র করে আমাকে অনেক মারধর করে আশেপাশের মানুষ ছাড়াতে এলে আমাকে প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়। টিটু খাল,পুকুর, ঘের দখল করে নিয়েছে এমন অভিযোগ সাধারণ মানুষের। অনেকেই আক্ষেপ করে বলেন এসব দুষ্ট ছেলেরা স্থানীয় প্রভাবশালীদের নাম ভাঙ্গিয়ে এমনিতেই অপকর্ম করে বেড়ায়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েক জন আ’লীগ নেতার সাথে আলাপ করলে তারা বলেন বিএনপি পরিবারের সন্তানরা ছাত্রলীগের মত এত বড় বৃহৎ সংগঠনের নেতৃত্বে আসলে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হবে। আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী পরিবারের পরিশ্রমী ছাত্রলীগ কর্মীদের দিয়ে কমিটি হলে দল সুসংগঠিত হবে। এ বিষয় একাধিক বার ফোন 01992-844853 দিলেও ফোন রিসিভ করেনি মাহমুদ হাসান টিটু।

Leave a Reply