তেঁতুলিয়ায় গমের নতুন জাত প্রদর্শনী শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত

মুহম্মদ তরিকুল ইসলাম,তেতুলিয়া প্রতিনিধিঃ তেঁতুলিয়ায় গমের নতুন জাত প্রদর্শনী শীর্ষক মাঠ দিবস-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মার্চ) বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, নশিপুর, দিনাজপুর এর আয়োজনে এবং প গড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বুড়াবুড়ি ঈদগাহ্ মাঠ সংলগ্ন এলাকায় দুপুরে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট দিনাজপুর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প গড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক(পিপি) শাহ মোঃ শাখাওয়াত হোসেন, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট দিনাজপুর এর বৈজ্ঞানিক কর্মকর্তা তৌহিদুল ইসলাম, ইউপি সদস্য শামীম হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক ইউসুফ আলী, ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক তহিদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য ইয়াছিন আলী, সাবেক ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মকছেদ আলী, আব্দুর রহিম প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন- ইউনিয়নের কৃষক-কৃষাণী, বিভিন্ন পেশা শ্রেণির মানুষ এবং সাংবাদিকবৃন্দ।

উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোজাম্মেল হকের স ালনায় মাঠ দিবসে বক্তব্য রাখেন, প্রধান অতিথি ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি মোঃ শাহ মোঃ শাখাওয়াত হোসেন, বিশেষ অতিথি মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, কৃষক আব্দুর রহিম সহ অনেকেই।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সরকার কৃষির উন্নয়নে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে। কৃষির ফসল প্রদর্শনী একটি মডেল। আধুনিক চাষাবাদে কৃষকদের এগিয়ে আসতে হবে। এছাড়াও তিনি কৃষক-কৃষাণীদের উদ্দেশ্যে গমের বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।
মাঠ দিবস সভার আগে অতিথিবৃন্দ গমের নতুন জাত প্রদর্শনী পরিদর্শন করেন।

মুহম্মদ তরিকুল ইসলাম।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *