নিজস্ব প্রতিবেদক, চারঘাট (রাজশাহী):
রাজশাহীর চারঘাটে অসহায় দু:স্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। সেচ্ছাসেবী সংগঠন আলোকিত সমাজের আর্থিক সহযোগিতায় ও চারঘাট উপজেলা প্রেসক্লাবের আয়োজনে সোমবার বিকেলে চারঘাট উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোকিত সমাজের রাজশাহী জেলার সভাপতি ফাইমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলোকিত সমাজ রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক ও চারঘাট উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি রেজাউল করিম।
এ সময় আরও বক্তব্য রাখেন চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবর, মহিলা বিষয়ক সম্পাদক মৌসুমী দাস, সাংগঠনিক সম্পাদক কে এম জুবায়ের ইসলাম ও আলোকিত সমাজ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে ফাইমা বেগম বলেন, আলোকিত সমাজ একটি সেচ্ছাসেবী সংগঠন যা তৃণমূলের অসহায় ও দুঃস্থদের পাশে থেকে সব সময় সার্বিক সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন।
মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী।

Leave a Reply