January 15, 2025, 7:13 am
বানারীপাড়া (বরিশাল)প্রতিনিধি
আগামী ২২ মার্চ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বানারীপাড়াসহ বরিশাল বিভাগের ২০ উপজেলাকে শতভাগ ভূমি ও গৃহহীন উপজেলা হিসেবে ঘোষণা করবেন। তিনি ওই দিন ভার্চুয়ালি জমিসহ ৪ হাজার ১৬৭ টি ঘর হস্তান্তরের আনুষ্ঠানিক উদ্বোধন ও উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন। প্রধানমন্ত্রীর এ উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে ১৩ মার্চ সোমবার সকাল ১০ টায় বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান,জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহ মো. রফিকুল ইসলাম বানারীপাড়া পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডে নতুন নির্মিত আশ্রয়ন প্রকল্প পরিদর্শণ করেন। এসময় বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক,উপজেলা নিবার্হী অফিসার ফাতিমা আজরিন তন্বী, পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা প্রকৌশলী মো. হুমায়ুুন কবির,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মহসিন-উল-হাসান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নিজাম উদ্দিন,বানারীপাড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মোমিন উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা,সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সরদার,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,পৌর কাউন্সিলর গৌতম সমদ্দার, জাহিদ হোসেন সরদার,সুমন খান ও ফিরোজ ঢালী প্রমুখ উপস্থিত ছিলেন।
ছবির ক্যাপশন: বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান ও ডিসি মো. জাহাঙ্গীর হোসেন বানারীপাড়ায় পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডে আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করছেন।
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি: