ক্রিকেট খেলা এখন বাঙ্গলির রক্তে মিশে গেছে – মেয়র খালেক

মোংলা প্রতিনিধি।
খুলনা সিটি মেয়র তালুকদার আঃ খালেক বলেছেন, মানুষের শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে বিভিন্ন ক্রীড়া সাহায্য করে। বর্তমান তরুণ সমাজকে মোবাইল ফোন আসক্তি ও মাদক থেকে দূরে রাখতে এই ধরণের খেলা-ধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্রিকেট খেলা এখন বাঙ্গলির রক্তে মিশে গেছে। গ্রাম থেকে দেশের অধিকাংশ ক্রিকেটার জাতীয় দলেও উঠে এসেছে। তাই প্রত্যেকটি উপজেলায় খেলাধুলার প্রসারের জন্য স্টেডিয়াম করা প্রয়োজন বলে জানান উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। সোমবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় মোংলা ক্রীড়া পরিষদের আয়োজনে ও শেখ আব্দুল হাই ফাউন্ডেশনের সহযোগিতায় মোংলা হ্যালিপেড মাঠে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বাধনকালে তিনি এ কথা বলেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট’র শুভ উদ্বাধন করেণ খুলনা সিটি মেয়র তালুকদার আঃ খালেক। “নেশা মুক্ত মোংলা চাই, অবসরে মাঠে যাই” এই শ্লোগানকে সামনে রেখে মোংলায় শেখ আব্দুল হাই স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট’র শুভ সুচনা করেণ তিনি। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন শেখ আঃ হাই স্পোর্টিং কাব ও টেন টাইগার অন লায়ন স্পোর্টিং কাব। টুর্নামেন্টে মোংলা উপজেলার ৮ টি দল অংশগ্রহণ করেছে। ১৩ মার্চ সোমবার থেকে শুরু হওয়া এ খেলা শেষ হবে ২১ মার্চ ফাইনাল খেলার মধ্য দিয়ে। মোংলা ক্রীড়া পরিষদের আহবায়ক শেখ মোঃ কামরুজ্জামান জসিমের সভাপতিত্বে ও সদস্য মোঃ ওয়াসিম আরমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা পোর্ট পৌরসভার মেয়র শেখ আব্দুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশ, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম, সদস্য সচিব এম,আর রানা, উপজেলা আ’লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সাধারন সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, পৌরসভার সাবেক মেয়র আলহাজ শেখ আব্দুস সালাম, মোংলা ক্রীড়া পরিষদের যুগ্ম আহবায়ক শেখ আল মামুন সহ অন্যান্য সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *