January 15, 2025, 11:03 am
মহালছড়ি প্রতিনিধি।
১১মার্চ রোজ শনিবার খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে জেলা কৃষকলীগে কাউন্সিলে কেন্দ্রীয় ঘোষনাক্রমে মহালছড়িউপজেলা কৃষকলীগের ক্রা এ এ এগ্রো ফার্মের কর্ণধার হ্লাশিং মং চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন।
এই উপলক্ষ্যে মহালছড়ি উপজেলা কৃষকলীগের পক্ষ হতে নব মনোনীত হ্লাশিং মং চৌধুরীকে ফুলেল সংগ্রামী শুভেচ্ছা জানানো হয়েছে।
এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি রতন কুমার শীল ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হ্লাশিং মং চৌধুরী, উপজেলা কৃষকলীগ সভাপতি মোঃ ফরিদ, সহসভাপতি কালায়ন তালুকাদার, সাধারণ সম্পাদক রিপন ওঝা,যুগ্ম সাধারণ সম্পাদক জয় চৌধুরী, মোঃ কুরাইসিন,
সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় চৌধুরী, মুবাছড়ি ইউনিয়ন কৃষকলীগ সভাপতি রুইসাউ মারমা ও সাধারণ সম্পাদক আথুইমং মারমা উপস্থিত ছিলেন।