January 15, 2025, 8:01 am
শহিদুল ইসলাম।
মহেশপুর ঝিনাইদহ সংবাদদাতাঃ-
ঝিনাইদহের মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহদয়ের দরজায় হাতে লেখা পোষ্টার মারা রয়েছে ” মাটি, বালু, এবং বাল্যবিবাহ সংক্রান্ত আইন লঙ্ঘনকারীদের জন্য তদবির নিষিদ্ধ ”
আদেশক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা
মহেশপুর ঝিনাইদহ।
” অথচ ” সরকারি বিধি নির্দেশ অমান্য করে মাটি, বালু উক্তলোনকারীরা আইনকে বৃদ্ধআঙ্গুল দেখিয়ে চলতি বছরে গত ৪/৫ মাস যাবত মহেশপুর উপজেলায় আবাদি এবং অনআবাদি জমি গুলো পুকুর খনন করা সহ অবাধে চলছে মাটি কাটা ও বালি উক্তলোনের মহোৎসব। যাহা দেখার কেউ নেই।
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার এস বিকে, ফতেপুর, পান্তাপাড়া, নাটিমা, নেপা, কাজিরবেড়, আজমপুর, মান্দারবাড়ীয়া, ও স্বরুপপুর ইউনিয়নে অবাধে রাত দিন মাটি কাটা সহ বালি উত্তোলন করলেও আজ পর্যন্ত তেমন কোন বাঁধা বা অভিযান চলেনি।
বিষয়টি নিয়ে স্ব-স্ব এলাকায় স্বরজমিনে গিয়ে জানতে চাইলে মাটি কাটা সহ বালি উত্তোলন ব্যক্তিগনেরা জানান তাহারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় তহশিলদারের নিকট মৌখিক অনুমতি নিয়েই মাটি কাটছে। এভাবে তাহারা মাটি কেটে ট্রাক্টর, ট্রাক ও লাটা গাড়ি যোগে ইটভাটা সহ বিভিন্ন স্থানে মাটি বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে।
আজমপুর ইউনিয়নে আজিবাড়ি নওদা গ্রামে মহেশপুর টু চৌগাছা সড়কের পাকা রাস্তার পাশে ভেকু দিয়ে মাটি কাটা হচ্ছে এমন সংবাদে আজমপুর ইউনিয়ন ভুমি সহকারি কর্মকর্তা আব্দুল আজিজ এর নিকট মোবাইল ফোনে জানতে চাইলে তিনি জানান গোপন সংবাদের ভিত্তিত্বে জানতে পারি আজমপুর ইউনিয়নে সরকারি নির্দেশনা অমান্য করে কয়েকটি স্থানে মাটি কাটা হচ্ছে। এমন সংবাদে আমরা বের হয়েছি। তবে কেউ অবৈধভাবে মাটি কাটলে তাহা বন্ধ করে দেওয়া হবে।
তিনি আরো জানান স্বরজমিনে গিয়ে দেখি মান্দার বাড়ীয়া ইউপির বাথানগাছি গ্রামের সাবেক মেম্বার রবিউল ইসলাম দোবিলার পাশে অনুমতি ছাড়াই ভেকু ম্যাশিং দ্বারা একটি পুকুর খনন করছে। যার মাটি ভাটায় বিক্রি করা হচ্ছে। বিষয়টি নিয়ে মান্দার বাড়ীয়া ইউনিয়ন ভুমি সহকারি কর্মকর্তা শফিউদ্দীনের নিকট জানতে চাইলে তিনি বলেন বিষয়টি আমি শুনেছি এবং স্বরজমিন গিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।