পুঠিয়ায় এমপি মনসুরের ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্প

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ
পুঠিয়ায় এমপি মনসুরের ফ্রী.চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বর্তমান সরকারের স্বাস্থ্য সেবা জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দেওয়ার.লক্ষ্যে শুক্রবার সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ চক্ষু চিকিৎসা.ক্যাম্পে চক্ষু রোগীদের চিকিৎসা দেওয়া হয়।

পুঠিয়া পিএন সরকারি.উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন,পুঠিয়া-দুর্গাপুরের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমটির সদস্য প্রফেসর ডাক্তার মনসুররহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসারনূরুল হাই মোহাম্মদ আনস পিএএ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাঅফিসার ডাক্তার আলী মাজরুই, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, জেলাআ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ,উপজেলা আ’লীগের সভাপতি সাবেক অধ্যক্ষ নজরুল ইসলাম, উপজেলাআ’লীগের সাধারণ সম্পাদক খ ম শাহারিয়ার রহিম কনক, জিউপাড়াইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান (ডলার),সাবেক রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

এছড়াও অনুষ্ঠানে ইউনিয়ন চেয়াম্যানগনসহ এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ফ্রী চক্ষু ক্যাম্পে চিকিৎসা নিতে আসাশত শত চক্ষু রোগীদের চিকিৎসা দেওয়া হয়।#

মাজেদুর রহমান( মাজদার)
পুঠিয়া রাজশাহী

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *