বর্ণাঢ্য আয়োজনে বরিশালে আনন্দ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বি এম মনির হোসেনঃ-

সাফল্যের ৫ বছর পেরিয়ে ৬ বছরে পদার্পণ করেছে দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট চ্যানেল আনন্দ টিভি, গৌরনদী শহীদ সুকান্ত বাবু মিলায়তনে কেক কাটার মধ্যদিয়ে আনন্দ টিভির জন্মদিনের অনুষ্ঠানের সুচনা করা হয়,এরপরে তৃনমুল জনতার হৃদয়ের কথাবলে আনন্দ টিভি এই শ্লোগানকে সামনে রেখে ১১মার্চ শনিবার
সকাল ১১ টায় এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়,অনুষ্ঠানে বরিশাল ব্যুরোপ্রধান কাজী আল-আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামীলীগের সদস্য, গৌরনদী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌরমেয়র হারিছুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, গৌরনদী উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন মুন্সী, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ আনিসুর রহমান, ছাত্র লীগ সভাপতি জুবায়ের হোসেন সান্টু ভুঁইয়া, ছাত্র লীগ সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি মোঃ লুৎফুর রহমান দিপ, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন, আলোকিত বরিশাল পত্রিকার গৌরনদী প্রতিনিধি রাজিব ইসলাম তারীম, সাংবাদিক মেহেদী হাসান, এ এস মামুন, নাসির উদ্দীন সহপ্রশানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক,আওয়ামীলীগ নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহন করেন, শেষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুনীজনদের সম্মাননা প্রদান কার হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *