নলছিটি ফায়ার ষ্টেশনের আয়োজনে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

জনসেবামূলক কাজে গুরুত্বপূর্ন অবদান রাখায় বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরকে স্বাধীনতা পদকে ভূষিত করা হয়েছে। ২০৩০সনের স্বাধীনতা পদক প্রাপ্তের তালিকায় বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকেও রাখা হয়েছে। বিগত বছর তারা বেশ কয়েকটি প্রাকৃতিক দুর্যোগে বীরত্বের সাথে নিজেদের বিলিয়ে দিয়ে দেশের হয়ে কাজ করেছেন। এতে তাদের বেশ কয়েকজন সদস্য নিজেদের জীবন দিয়ে জনসাধারনের জানমাল রক্ষা করেছেন।

পদকপ্রাপ্তি উপলক্ষে নলছিটি ফায়ার ষ্টেশনের আয়োজনে শুক্রবার জুমাবাদ এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেণ নলছিটি ফায়ার ষ্টেশন সাব অফিসার মো.সালাউদ্দিন মিয়াসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

এসময় নলছিটি ফায়ার ষ্টেশন সাব অফিসার মো. সালাউদ্দিন মিয়া বলেণ,বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রতিটি সদস্য আজ গর্বিত। আমরা আমাাদের উপর অর্পিত দায়িত্ব পালনে বদ্ধপরিকর।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *