জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে সিরাজদিখানে অগ্নিকান্ড বিষয়ক মহড়া

মুন্সিগঞ্জ প্রতিনিধি
”স্মাট বাংলাদেশের প্রত্যয় দুর্যোগ প্রস্তুতি সবসময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সিগঞ্জের সিরাজদিখানে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা,ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এবং সিরাজদিখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগীতায় গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে সিরাজদিখান উচ্চ বিদ্যালয় আঙিনায় এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আইমিন সুলতানা, সিরাজদিখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ ফজলুল করিম, সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.রফিকুল ইসলাম, যুবলীগ নেতা জাহিদ শিকদারসহ শিক্ষক-শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তরা বলেন, দুর্যোগ বলে কয়ে আসেনা। যে কোন মহুত্বে দুর্যোগ এসে বড় ধরনের ক্ষতি করতে পারে। তাই সবাইকে সচেতন থাকতে হবে। যাতে ক্ষতি কম হয়। আজকের এই প্রশিক্ষণ বাস্তব জীবনে কাজে লাগালে এবং ক্ষতির পরিমান কম হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *