July 30, 2025, 9:17 pm
ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক
৮ মার্চ ২০২৩ বুধবার বিকাল ৫ টায় ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, ( DYDF) ঝালকাঠি জেলা শাখার আয়োজনে প্রেসক্লাব হলরুমে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা করা হয়।
ধ্রুবতারা ঝালকাঠি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বিথি শর্মা বনিক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও ধ্রুবতারার উপদেষ্টা ইসরাত জাহান সোনালী, বিশেষ অতিথি ছিলেন পৌর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হামিদা খানম, উদ্বোধন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রঞ্জীতা রানী, সিটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক ফাতেমা আক্তার তুলি, কবি, লেখক ও সাবেক যুব উন্নয়ন কর্মকর্তা মুঃ আল-আমীন বাকলাই, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল, সমাজসেবক ও উপদেষ্টা ছবির হোসেন, সমাজসেবক ও উপদেষ্টা হাসান মাহামুদ, অনুষ্ঠানের উপস্থাপনা করেন সংগঠনের অনুষ্ঠান সম্পাদক হাবিবা হিরা, স্বাগত বক্তব্য দেন নারী ও শিশু বিষয়ক সম্পাদকঃ কনা আক্তার, এছাড়াও উপস্থিত ছিলেন ধ্রুবতারার সভাপতি মোঃ শাকিল হাওলাদার রনি, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রুবেলসহ সদস্যবৃন্দ।
এ সময়ে অতিথিরা তাদের বক্তব্যে নারীর অধিকার, নিরাপদে চাকুরী, স্বাধীন ভাবে চলাচল, নারীর ক্ষমতায়ন গুরুত্ব তুলে ধরেণ এবং তারা যাতে সমাজের প্রতিটা উন্নয়নে ও কাজে অবদান রাখতে পারে তার ব্যবস্হার দাবী জানান। আলোচনা শেষে ইসরাত জাহান সোনালী কে গুণীজন সংবর্ধনা দেয়া হয় এবং সকল নারী সদস্যদের ফুলেল শুভেচছা দেয়া হয়।