July 30, 2025, 5:36 pm
ষ্টাফ রিপোর্টারহ
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে তারাকান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত এর সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার এর সঞ্চালনায় এতে মূখ্য আলোচকের বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ফজলুল হক ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত বলেন-বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে ৭ মার্চ এক অনন্য দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যুগান্তকারী ভাষণের স্মারক হিসেবে এ দিনটি অবিস্মরণীয় হয়ে আছে। ৭ মার্চের ভাষণ এই দেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার মূল প্রেরণা। তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে এ ভাষণ প্রেরণার উৎস। তরুণ প্রজন্ম এ ভাষণের প্রেরণায় জাতির পিতার সোনার বাংলাকে বিশ্বের বুকে একদিন তুলে ধরবে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর যারা রাষ্ট্রীয় ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ এদেশের মাটিতে বাজাতে দেয়নি, তারা আজ ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে।
আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, ভাইস চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধাগণ, অফিসার ইন চার্জ প্রমূখ।
এর পূর্বে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আ’লীগ ও অঙ্গ সংগঠন, তারাকান্দা থানাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। পরে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের উপর শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।