July 30, 2025, 7:31 pm
মোঃ হামিদার রহমান নীলফামারীঃ
মঙ্গলবার ৭ই মার্চ ২০২৩ খ্রিষ্টাব্দ ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে বিকাল ১৫.০০ ঘটিকায় জেলা প্রশাসন নীলফামারীর আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমী ও শিশু একাডেমী নীলফামারীর পরিবেশনায় জেলা শিল্পকলা একাডেমী, নীলফামারী হলরুমে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঙ্কজ ঘোষ, জেলা প্রশাসক নীলফামারী; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, পুলিশ সুপার,নীলফামারী; দেওয়ান কামাল আহমেদ, মেয়র, পৌরসভা নীলফামারী; বীরমুক্তিযোদ্ধা এ কে এম আমিনুল হক, সাবেক উপ-সচিব; বীর মুক্তিযোদ্ধা কান্তি ভূষণ কুন্ডু, সাবেক ডেপুটি কমান্ডার, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড; শাহিদ মাহমুদ, চেয়ারম্যান, উপজেলা পরিষদ নীলফামারী; মফিজুল ইসলাম রিন্টু, সভাপতি, আওয়ামীলীগ, নীলফামারী পৌরসভা; ডা: মুজিবুল হাসান চৌধুরী রিন্টু, সাধারণ সম্পাদক, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, নীলফামারী।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব সরকার রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নীলফামারী।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ জাতির জনক বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।