মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি।
খাগড়াছড়ির পানছড়ি কলেজে নবীন বরণ,বিদায় ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ মার্চ) সকাল ১০ টার সময় পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের আয়োজনে কলেজ মাঠে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
এতে পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের সমাজ বিজ্ঞানের প্রভাষক পাইম্রাসং মারমা ও পানছড়ি মহিলা কলেজের সহকারী শিক্ষিকা মিশো দেওয়ান এর যৌথ সঞ্চালনায় ও পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সমীর দত্ত চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় অধ্যাপক, পরিচালক,বারডেম এবং বাংলাদেশ ডায়বেটিস সমিতির সভাপতি ডা.এ কে আজাদ খান,ঢাকা।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রপেসর ড.সুধীন কুমার চাকমা,প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ান,প্রাক্তন সহকারী অধ্যাপক মধুমঙ্গল চাকমা,পানছড়ি উপজেলার নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, বাংলাদেশ কর্মাস ব্যাংক লিমিটেড এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (অব) সুদত্ত সেবক বড়ুয়া। এতে স্বাগত বক্তব্য রাখেন পানছড়ি সরকারি কলেজের প্রভাষক রত্ন কুসুম চাকমা,খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক সদস্য খগেশ্বর ত্রিপুরা,পানছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বকুল চন্দ্র চাকমা, খাগড়াছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে এর চিকিৎসক ডা.শহীদ তালুকদার, পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে এর চিকিৎসক ডা.সুমেন চাকমা, প্রেসক্লাবের সভাপতি জয়নাথ দেব,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উচিত মনি চাকমাসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজিত অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের বরণ,ভূমিদাতা ও অবসর প্রাপ্ত শিক্ষকদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।এবং কলেজের প্রতিষ্ঠা লগ্ন থেকে কলেজের বিভিন্ন সফলতা নিয়ে বক্তব্য প্রদান করেন অতিথিবৃন্দ।

Leave a Reply