বর্ণাঢ্য আয়োজনে সুনামগঞ্জে আমার সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কে এম শহিদুল্লাহ,
সুনামগঞ্জ প্রতিনিধি:
বর্ণাঢ্য আয়োজনে সুনামগঞ্জে আমার সংবাদের ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ রবিবার দুপুরে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদের সভাপতিত্বে, একে মিলন আহমেদ ও আমার সংবাদের জেলা প্রতিনিধি আবু হানিফের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ জাকির হোসেন, যুক্তরাজ্য আ’লীগের সাধারন সম্পাদক সুনামগঞ্জ-৩ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী সৈয়দ সাজিদুর রহমান ফারুখ, জেলা শ্রমিকলীগের সভাপতি ও সুনামগঞ্জ-১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী সেলিম আহমেদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মনির উদ্দিন মনির, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল হোসেন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক রওনক বখত, রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, দৈনিক হাওরাঞ্চলের কথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহতাব উদ্দিন তালুকদার, মোহনা টিভির জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি এমরানুল হক চৌধুরী, বাংলাভিশনের জেলা প্রতিনিধি মাসুম হেলাল, নিরাপদ সড়ক চাই জেলা কমিটির সভাপতি মোশাহিদ আলম মহিম তালুকদার, চ্যানেল এস এর প্রতিনিধি ফোয়াদ মনি তালুকদার, যমুনা টিভির জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, আরটিভির জেলা প্রতিনিধি শহীদ নূর আহমদে, দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি কামরুল হাসান চৌধুরী, সুনামগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম শ্যামল, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি কর্ণ বাবু দাস, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি আল-আমিন, আমার বার্তার জেলা প্রতিনিধি গাজী আফজাল হোসেন, দৈনিক বিজনেস বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি দিলাল আহমদ, দৈনিক সকালের সময়ের জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম, আমাদের সুনামগঞ্জ পত্রিকার জেলা প্রতিনিধি টিপু, সংবাদ সারাবেলার জেলা প্রতিনিধি শাওন রায় প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই জেলা কমিটির সহ-সভাপতি ওবায়দুল হক মিলন, বিশিষ্ট ব্যাবসায়ী শফিকুল ইসলাম, পারভেজ সরদার প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *